প্রচেষ্টার তৃতীয় বর্ষপূর্তিতে সমাজ যোদ্ধাদের সংবর্ধনা।

0
299

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- সমাজসেবার ব্রত নিয়ে দেখতে দেখতে তিনটি বছর অতিক্রম করল বীরভূম জেলার দুবরাজপুরের প্রচেষ্টা ওয়েলফেয়ার সোসাইটি। আজ প্রচেষ্টা ওয়েলফেয়ার সোসাইটির তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে সমাজ যোদ্ধা নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় দুবরাজপুরের রবীন্দ্র সদনে। প্রদীপ প্রজ্জ্বলন করে এই অনুষ্ঠানের সূচনা করেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, বোলপুরের মির্জাপুর আশ্রমের শৈলেন ডিঙ্গেল মহারাজ, দুবরাজপুর থানার এ.এস.আই বিপ্লব সিং, আলো সরকার প্রমুখ। তাছাড়াও কচিকাঁচাদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। বীরভূম ছাড়াও পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ সহ একাধিক জেলার সমাজসেবী সংগঠনের সদস্যদের সমাজ যোদ্ধা নামে একটি স্মারক তুলে দেওয়া হয় প্রচেষ্টা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে। উল্লেখ্য, করোনা অতিমারির সময়ে ২০২০ সালের ১৬ এপ্রিল কয়েকজন সদস্য নিয়ে প্রচেষ্টা ওয়েলফেয়ার সোসাইটির পথ চলা শুরু। বর্তমানে এই সংস্থার ৫০০ সদস্য রয়েছে। বিভিন্ন সময়ে মানুষের পাশে দাঁড়িয়েছে এই সংস্থার সদস্যরা বলে জানান প্রচেষ্টা ওয়েলফেয়ার সোসাইটির সদস্য অভীক মিশ্র।