নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রবিবার রানাঘাট ১ ব্লকের রামনগর বাজার এলাকায় সারা ভারত কৃষক সভার ৩২ তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এছাড়াও উপস্থিত ছিলেন দলের জেলা সম্পাদক সুমিত দে, প্রাক্তন বিধায়ক রমা বিশ্বাস, অলক কুমার দাস, অলকেশ দাস সহ প্রমূখ। সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য ও কেন্দ্র সরকারের প্রসঙ্গ তুলে বিরোধিতা করেন সিপিএম নেতারা। মহম্মদ সেলিম তাঁর বক্তব্যে রাজ্যের বিভিন্ন নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ তুলে ধরেন। কেন্দ্রকে নিশানা করে তিনি বলেন, কৃষকরা ন্যায্য দামে সার কিনতে পারছে না। সার নিয়েও কালোবাজারি চলছে। পাশাপাশি এ দিনের মঞ্চ থেকে তিনি বাংলা গড়ার ডাক দেন। আবার কর্মসংস্থান নিয়েও তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্যে লাল জামানা ফিরে আসছে। বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান হবে।