নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- শ্রী সত্য সাই সেবা সমিতির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ফালাকাটা ব্লকের জটেশ্বরে। রক্ত সংকট মোচনে রক্তদান শিবিরের আয়োজন করলো শ্রী সত্য সাই সেবা সমিতি।রবিবার ফালাকাটা ব্লকের জটেশ্বর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন বীরপাড়া ব্লাড ব্যাংকের সহযোগিতায় মোট ৬২ জন রক্তদাতা রক্ত দান করেন বলে জানান সংস্থার আলিপুরদুয়ার জেলা সভাপতি আসিস চক্রবর্তী। প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয় বলে সংস্থা সুত্রে জানা যায়। সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সর্বস্তরের মানুষ।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার শ্রী সত্য সাই সেবা সমিতির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ফালাকাটা ব্লকের জটেশ্বরে।