আচমকা রাজ্য জুড়ে শিক্ষা প্রতিষ্ঠানে গরমের ছুটি ঘোষণার বিরোধিতায় উত্তরবঙ্গের বামপন্থী শিক্ষক সমিতি।

0
264

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- সোমবার উত্তরকন্যা জামায়েত এগারো দফা দাবি নিয়ে ডেপুটেশনের মধ্য দিয়ে আন্দোলনে বামপন্থী শিক্ষক সংগঠন। রাজ্যের অন্যান্য জেলার স্কুল গুলোর পাশাপাশি উত্তরবঙ্গের স্কুলগুলোতে গরম পরার কারনে ছুটির ঘোষণারও বিরোধিতা করে আন্দোলনের পথে বামপন্থী শিক্ষক সংগঠন। রবিবার রাতেই জলপাইগুড়ি শহরের কদমতলায় মোড়ে এই বিষয়ে সধারণ মানুষকে অবগত করতে পথ সভা করে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি।
সংগঠণের জেলা সম্পাদক বিপ্লব ঝা বলেন,গোটা রাজের প্রাকৃতিক পরিবেশ এক নয়, তাও কেনো রাজ্য জুড়ে বন্ধ করে দেওয়া হলো শিক্ষা প্রতিষ্ঠান।