নিজস্ব সংবাদদাতা, মালদা:— আদিবাসীদের ডাকা ১২ ঘণ্টার বাংলা বন্ধে ব্যাপক সাড়া পড়লো মালদার গাজোলে। সোমবার সকাল থেকেই গাজোল ব্লকের পান্ডুয়া,আটমাইল ও ময়না এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়ক এবং পাঁচপাড়া এলাকার ৮১ নম্বর জাতীয় সড়ক বিক্ষোভ অবরোধে জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকাগুলিতে বিশাল পুলিশ বাহিনী সকাল থেকে মোতায়েন করা হয়। আদিবাসীদের পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুরে দণ্ডি কাণ্ড, পশ্চিমবঙ্গের সরকার দ্বারা প্রদত্ত অ- আদিবাসীদের উপর সমস্ত ভুয়ো শংসাপত্র অবিলম্বে বাতিল করা, শান্তিসীল শিক্ষা ব্যবস্থার সঠিক পরিকাঠামো গঠন করে, শান্তিশীল পঠন পাঠন চালু করা সহ একাধিক দাবি নিয়ে এদিন এই বিক্ষোভ অবরোধ ও বনধ আদিবাসী সংগঠন।
গাজোল ব্লক আদিবাসী সিঙ্গেল অভিযান সভাপতি বর্ষা বেসরা জানিয়েছেন, তাদের এই পাঁচ দফা দাবি নিয়ে এদিনের এই আন্দোলন করা হয়েছে। এইগুলি গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় কোন ব্যবস্থা না নিলে আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলন হবে।