তিনজন সং সাধুদের পিঠে বড়শি ফুটিয়ে চড়ক পূজা করা হলো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মেদিনীপুর এলাকাতে।

0
304

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- তিনজন সং সাধুদের পিঠে বড়শি ফুটিয়ে চড়ক পূজা করা হলো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মেদিনীপুর এলাকাতে। বাঙালি বারো মাসে তেরো পার্বণ চড়ক পূজা কেউ ঘিরে বাঙালিরা একমাস ধরে নিরামিষ খেয়ে চড়ক পুজো করে থাকেন। কিন্তু মেদিনীপুর এলাকাতে সংক্রান্তির দিন চড়ক পুজো না করলেও পহেলা বৈশাখের দিন চড়ক পূজোর আয়োজন তারা করেন প্রতিবছরের ন্যায় এ বছরও এই চড়ক পূজোর আয়োজন করেন এবং প্রচুর লোকজনের সমাগম হয় এই মেলাতে মেলাতে বিভিন্ন ধরনের খাবারের দোকানের সাথে সাথে। আশেপাশের এলাকার মানুষরা বিভিন্ন সাজে সজ্জিত হয়েছিলেন এই মেলাতে কেউবা হিজরা শেষে কেউবা বিভিন্ন ধরনের মডেল সেজে সেজেছিলেন এবং তার পাশাপাশি রাম সীতা লক্ষণ সেজে ভক্তদের উৎসাহ করেন এবং দর্শনার্থীদের আকর্ষণ করেন।