তিন বন্ধু একসাথে গঙ্গার জলে সাঁতার কাটতে কাটতে হঠাৎই তলিয়ে গেল এক যুবক।

0
153

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- তিন বন্ধু একসাথে গঙ্গার জলে সাঁতার কাটতে কাটতে হঠাৎই তলিয়ে গেল এক যুবক। মাঝিদের চেষ্টায় উদ্ধার হয় দুজন। তলিয়ে যাওয়া যুবকের দেহের খোঁজে চলছে তল্লাশি। ঘটনাটি সোমবার দুপুর নাগাদ। জানা যায় নিখোঁজ যুবকের নাম সাধন দে, বয়স আনুমানিক ৩৩ বছর। বাড়ি নদীয়ার শান্তিপুর তিন নম্বর রেলগেট সংলগ্ন এলাকায়। সুত্রের খবর ওই এলাকারই আরো দুই বন্ধুকে সাথে নিয়ে সাধন দে শান্তিপুর বড়বাজার গঙ্গার ঘাট পেরিয়ে ওপারে যায় মাছ ধরতে। এরপর তিন বন্ধু একসাথে গঙ্গার জলে সাঁতার কেটে বড়বাজার গঙ্গার ঘাটের উদ্দেশ্যে রওনা দেয়, তখনই মাঝেরচরের লাগুয়া আসতেই হঠাৎই তলিয়ে যায় সাধন দে নামে ওই যুবক। নজরে পরে মাঝিদের, তৎক্ষণাৎ ওই দুই বন্ধুকে উদ্ধার করতে সক্ষম হলেও সাধন দেকে উদ্ধার করা সম্ভব হয়নি। চোখের সামনেই যুবক জলের স্রোতে তলিয়ে যায়। খবর দেওয়া হয় পরিবারকে এরপর শান্তিপুর বড়বাজার ঘাটে এসে পৌঁছায় পরিবার। তবে এই ঘটনাকে কেন্দ্র করে তীরবর্তী এলাকায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়। জানা যায় জলে তলিয়ে যাওয়া যুবকের দেহের সন্ধানে গঙ্গায় চলছে তল্লাশি। তবে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ ও হুগলি জেলার পুলিশ। জানা যায় জলে তলিয়ে যাওয়ার ঘটনা যেখানে ঘটে তার কিছু অংশ পড়ছে হুগলি জেলার মধ্যে। তবে প্রশাসনের তৎপরতায় খবর দেওয়া হয়েছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের টিমকে। সূত্রের খবর খুব তাড়াতাড়ি যুবকের দেহর সন্ধানে তল্লাশি অভিযান শুরু করবে বিপর্যয় মোকাবিলার টিম।