সেংগেলের ডাকে ১২ ঘন্টা বন্ধে আজ দক্ষিন দিনাজপুর জেলায় এখনও অবধি মিশ্র সাড়া পড়েছে।

0
173

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:-  দন্ডি কান্ডের দায়ে মুল অপরাধীদের গ্রেফতার ও আদিবাসি সমাজের অনান্য ৫ দফা দাবি তে অল ইন্ডিয়া মাজ্জি পরগনা সেংগেলের ডাকে ১২ ঘন্টা বন্ধে আজ দক্ষিন দিনাজপুর জেলায় এখনও অবধি মিশ্র সাড়া পড়েছে।এই বন্ধ কে ঘিড়ে আতংক ছড়াচ্ছে আদিবাসী সমাজ।

সরকারি পরিবহন যথারীতি পথে বেড়লেও বেসরকারি যানবাহন রাস্তায় এখনও নামেনি। বন্ধ রয়েছে বেশিরভাগ দোকান পাট। তবে বালুরঘাট সহ বেশ কিছু এলাকায় সবজি ও মাছ বাজারে তেমন কোন বন্ধের প্রভাব পড়েছে। তবে বন্ধ সমর্থকরা যথারীতি পথে নেমেছে বনধকে সাফল্য দিতে।সাধারন মানুষ পথে বেরলেই সাধারন মানুষের উপর ঝাপিয়ে পড়ছেতারা,শুধু তাই নয় মোড়ে মোড়ে নানান রকম অস্ত্র দেখিয়ে আতংক সৃষ্টি করছে সাধারণ মানুষের উপর।

জেলা সেংগেল আদিবাসি নেতা বিক্রম পাহান জানান দন্ডি কাটার মুল অভিযুক্ত প্রদীপ্তা চক্রবর্তীকে যতক্ষন না গ্রেফতারের দাবির পাশাপাশি দেউচাপচামী ও চা বাগান এলাকায় আদিবাসিদের উচ্ছেদের বিরুদ্ধে ও উচ্চ মাধ্যমিকে আদিবাসি ছাত্র ছাত্রীদের সাওতালি প্রশ্ন পত্র না দেওয়ার প্রতিবাদে তাদের আজকের এই বনধ। এখনও পর্যন্ত এই বনধে এলাকার মানুষের কাছ থেকে ভালই সাড়া পেয়েছি বলেই মনে করি।
তাকে যখন সংবাদ মধ্যম মনে করিয়ে দেয় দন্ডি কাটার জেরে পুলিশ দুই জনকে তো গ্রেফতার করেছে তারা উত্তরে ওই আদিবাসি নেতা বলেন হাত ভাংগলে কেউ যদি পায়ের চিকিৎসা করেন সেটা কেউ কখনও করে নাকি। আমরা চাই মুল অভিযুক্ত প্রদীপ্তা চক্রবর্তীর গ্রেফতার। তার দাবি অবিলম্বে যদি তাকে গ্রেফতার না করা হয় তবে তারা আগামীতে ভারত বনধ ডাকতে বাধ্য হবেন বলে হুশিয়ারী দেন।

তবে একটাই সুখবর এই বনধ থেকে তারা ট্রেন চলাচলের ক্ষেত্রে কোন বাধার সৃষ্টি করবে না যাত্রীদের অসুবিধের কথা মাথায় রেখে।