কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: চিকিৎসার সুবিধার জন্য শহরে নতুন করে আরও তিনটি স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করল কোচবিহার পৌরসভা। সোমবার ওই তিনটি স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। কোচবিহার পৌরসভার অধীনে ওই তিনটি স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হলো শহরের ১১,১৬ ও ১৯নং ওয়ার্ডে।
পৌরসভা সূত্রে জানা গেছে, কোচবিহার পৌরসভার কুড়িটি ওয়ার্ডের মধ্যে দুটি ওয়ার্ডে স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। তারপরেও পৌর এলাকার নানা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। সেই কারণে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান এর কাছে নতুন করে স্বাস্থ্য কেন্দ্রের দাবি জানিয়ে আসছে সাধারণ মানুষের। সেই মানুষ সে দাবিকে মাথায় রেখে রাজ্য সরকারের আরবান ডেভলপমেন্ট ডিপার্টমেন্ট কুচবিহার শহরে নতুন করে আরো তিনটি স্বাস্থ্য কেন্দ্রের অনুমোদন দিয়েছে সেই স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হলো আজ।
এদিন এবিষয়ে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ জানান, কোচবিহার শহরে আমাদের দুটি স্বাস্থ্য কেন্দ্র রয়েছে বর্তমান। আরো তিনটি স্বাস্থ্য কেন্দ্র আমরা আজ উদ্বোধন করলাম। স্বাস্থ্য কেন্দ্রগুলি চালু করার জন্য বাড়ি ভাড়া নেওয়া হয়েছে। ভাড়া বাড়িতে নানা রকম জিনিসপত্র ঢুকিয়ে সেটাকে সাজিয়ে তৈরি করা হয়। সেই স্বাস্থ্য কেন্দ্রে তিনটির আজ উদ্বোধন করা হয়। কোচবিহার পৌরসভার বর্তমানে ১২ নং ওয়ার্ডের বাজারের মাঠের পাশে একটি স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেই স্বাস্থ্য কেন্দ্র প্রথম হওয়ায় এবং পুরস্কৃত হয় আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট কোচবিহার শহরকে আরো তিনটি নতুন স্বাস্থ্য কেন্দ্র অনুমোদন দিয়েছে। এবং অপর স্বাস্থ্য কেন্দ্রটি রয়েছে শহরের ৪ নং ওয়ার্ডের গোয়ালা পট্টি এলাকায়। সেটা রাজ্যের মধ্যে তৃতীয় হয়েছে ঘোষণা হবে এবং সেই কারণে আরো তিনটি স্বাস্থ্য কেন্দ্র পাওয়ার সম্ভাবনা রয়েছে।