পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- দুর্নীতি পরায়ন পাবলিক প্রসিকিউটরের পদত্যাগ চাই এই স্লোগান ঘিরে কিছুদিন আগেই উত্তাল হয়েছিল বর্ধমান জেলা আদালত। প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়েছিল পাবলিক প্রসিকিউটর এবং এসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটররা। আর সেই সমস্ত উকিলদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। ক্যামেরার মুখোমুখি হয়ে মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, দীর্ঘদিন ধরেই পাবলিক প্রসিকিউটর এবং আইনজীবীদের মধ্যে একটি সমস্যা আছে। সেই সমস্যা সমাধানের জন্যই আজ সামান্য বৈঠক করা হলো। আমি জেলাশাসক এবং আইনমন্ত্রী মলয় ঘটকের দৃষ্টি আকর্ষণ করব। মূল যেটা বিষয় যে মানুষের যাতে কোন রকম সমস্যা না হয়। যারা এখানে কাজ করছেন তারা অনেকেই আছেন আমার থেকে সিনিয়ার তাই আজ গোটা বিষয়টি নিয়ে আলোচনা করা হলো। পাশাপাশি আজকের এই বৈঠক করার পর জেলাশাসকের সঙ্গে দেখা করেন মন্ত্রী স্বপন দেবনাথ।