বর্ধমান বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাপ প্রবাহের জন্য বিচারের নিয়মের কিছু রদবদলের আবেদন।

0
153

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- দিন দিন বেড়েই চলেছে তাপপ্রবাহ। প্রতিদিনই বর্ধমান জেলাতে প্রায় ৪২ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাচ্ছে তাপমাত্রা। প্রতিনিয়ত প্রচুর সংখ্যক মানুষ আসেন বর্ধমান জেলা আদালতে। কিন্তু এই প্রখর তাবদহে জেলা আদালতে বিভিন্ন কাজে আসা মানুষ আসতে পারছেন না।তাই বর্ধমান বার অ্যাসোসিয়েশনের ৬৩ জন সদস্য এবং সদস্যা আবেদন জানিয়েছিলেন এই তীব্র দাবদহে কোর্ট কিছুদিন ছুটি রাখার জন্য। তারপরই ১৭ তারিখ বর্ধমান বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই বিষয় নিয়ে সাধারণ সভায় আলোচনা করা হয়। এই সাধারণ সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় আজ থেকে শুক্রবার পর্যন্ত নট টু পাস এনি অ্যাডভান্স অর্ডার। বর্ধমান বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সদন তা বলেন, সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে আমাদেরই ৪২ ও ৪৩ ডিগ্রি যে উষ্ণতা চলছে তাতে সাধারণ মানুষের জীবনহানি পর্যন্ত হতে পারে।আমাদের বর্ধমান কোর্টে থাকা উকিল,সাধারণ মানুষ, ল ক্লার্ক, বিচারপতি এবং বিচার প্রার্থীরা এই তীব্র দামদহে তাদের যাতে অসুবিধা না হয়। তাই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে নট টু পাস এনি অর্ডার এর অর্থ হলো বিচারের সাথে যুক্ত দুই উকিলকে উপস্থিত থাকতে হবে বিচারের সময় যদি কোন কারনে এক পক্ষ উপস্থিত না থাকতে পারে তাহলে বিচারক কোনরকম অর্ডার দেবেন না। শুক্রবার পর্যন্ত এই নট টু এনি অর্ডারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বর্ধমান বার অ্যাসোসিয়েশনের সভাপতি অরূপ দাস বলেন, আমাদের ৬৩ জন সদস্য এবং সদস্যা আবেদন করেছিলেন যে তীব্র গরমে সাধারণ মানুষ আসতে পারছেন না কোর্ট এ তাই সাময়িক কিছুদিনের জন্য কোর্টের কাজ বন্ধ রাখার জন্য। ১৭ তারিখে আমাদের সাধারণ সভা হয় সেখানে এই বিষয়ে আলোচনা করা হয় এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে নট টু পাশ এনি অর্ডার। কোর্ট খোলা থাকবে কিন্তু কোন অ্যাডভান্স অর্ডার হবে না।