পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- প্রতিবছর বর্ধমান থানার পক্ষ থেকে ঈদ উপলক্ষে করা হয় বিভিন্ন মসজিদের মৌলানাদের নিয়ে বৈঠক। প্রতিবছরের ন্যয় এ বছরও বর্ধমান শহরের লাইন্স ক্লাবের অডিটোরিয়াম হলে পড়া হলো পবিত্র ঈদ উপলক্ষে বৈঠক। পাশাপাশি বৈঠকের পর রোজাদারদের ইফতারের ব্যবস্থা করা হয় বর্ধমান থানার পক্ষ থেকে। আজ বৈঠকে উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক দুই রাকেশ চৌধুরী, বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী, বর্ধমান থানার মেজ বাবু পুষ্পেন্দু জানা, বিশিষ্ট সমাজসেবী মহেন্দ্র সিং সালুজা, বিশিষ্ট আইনজীবী উদয় শঙ্কর কোনার, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামানিক, বর্ধমান পৌরসভা ১৯ নম্বর ওয়ার্ডের পৌর পিতা শাহাবুদ্দিন খান, সাতশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা বশির আহমেদ, ২৮ নম্বর ওয়ার্ডের পৌর পিতা ইন্তিকাব আলম, বেলকাশ গ্রাম পঞ্চায়েতের প্রধান জাহানারা খাতুন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ক্যামেরার মুখোমুখি হয়ে ডিএসপি ট্রাফিক দুই রাকেশ চৌধুরী বলেন, মূলত ঈদ উপলক্ষে আজ আমাদের এই বৈঠক ছিল। পাশাপাশি আমাদের বর্ধমান থানার পক্ষ থেকে ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল। ঈদের দিন যাতে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে সেই বিষয় নিয়ে মূলত আলোচনা করা হলো আজকেই বৈঠকে।