রানাঘাট তটিনী লজে জেলা তৃণমূলের এই সাংগঠনিক সভা আজ আয়োজিত হয়।

0
244

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:– গত ১২ই এপ্রিল তৃণমূল কংগ্রেসের রানাঘাট সাংগঠনিক জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হওয়ার পর আজই ছিল প্রথম সভা। রানাঘাট তটিনী লজে জেলা তৃণমূলের এই সাংগঠনিক সভা আজ আয়োজিত হয়। তবে সূত্রের খবর এই মিটিংয়ে বেশ কিছু জেলা কমিটির সদস্য অনুপস্থিত ছিলেন। মূলত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত করার জন্যই এই মিটিং বলে জানান জেলা তৃণমূল কংগ্রেসের রানাঘাট সাংগঠনিক জেলার সভাপতি দেবাশীষ গাঙ্গুলী। একই সঙ্গে তিনি বলেন মিটিংয়ে যারা অনুপস্থিত তারা বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত থাকায় আসতে পারেনি।মুকুল রায় প্রসঙ্গে তিনি কোন মন্তব্য করতে চাননি।এদিনের সভায় উল্লেখ যোগ্য ঘটনা জেলা কমিটির সদস্য হিসেবে পদত্যাগ করেন প্রাক্তন রানাঘাট শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু সরকার। তার অভিযোগ তিনি দলে যথাযথ সম্মান পাননি। তাই জন্য তিনি পদত্যাগ করেছেন। এ বিষয়ে জেলা সভাপতি দেবাশীষ গাঙ্গুলী বলেন পিন্টু সরকারের পদত্যাগ পত্র তিনি গ্রহণ করেছেন।