রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ ও বাংলো খালি করার প্রতিবাদে জেলাশাসকের করনে বিক্ষোভ কংগ্রেসের।

0
286

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: – সুরাট আদালতের নির্দেশে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ ও পরে প্রতিহিংসা পরায়ন হয়ে রাহুল গান্ধীকে বাংলো খালি করতে নোটিশ দেয় কেন্দ্র সরকার। তার প্রতিবাদের সারা দেশের সাথে কোচবিহার জেলাতেও জেলা শাসকের করণে বিক্ষোভ দেখান জাতীয় কংগ্রেস কোচবিহার শাখা। এদিন তারা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে জেলা শাসকের করণে উপস্থিত হন এবং সেখানে বিক্ষোভ দেখান তারা।

জানা গেছে, সর্বভারতীয় নেতাদের নির্দেশে কোচবিহার জেলাতেও সত্যাগ্রহ আন্দোলন কর্মসূচি শুরু হয়। এই অন্দোলনের মূল বিষয় হলো সুরাট আদালতের নির্দেশে রাহুল গান্ধীর সাংসদ পদ কেন্দ্রীয় সরকার যেভাবে খারিজ করে দেন তা গণতন্ত্রের লজ্জা। এবং তার পাশাপাশি সাংসদ পদ খারিজ হওয়ার পরে প্রতিহিংসা পরায়ন হয়ে রাহুল গান্ধীকে বাংলো খালি করতে নোটিশ দেয় কেন্দ্র সরকার। এই ভাবে কেন্দ্র সরকার জাতীয় কংগ্রেসের নেতাদের অন্যায় ভাবে চক্রান্ত করে রাখা যায় না বা যাবে না। তারেই প্রতিবাদের সারা দেশে জাতীয় কংগ্রেস এই কর্মসূচি পালন করছে। আগামিতে রাজবভন ঘেরাও অভিযান করবে বলে জানান কোচবিহার জেলা জাতীয় কংগ্রেসের কার্যকরী সভাপতি রবীন রায়।