সারা রাজ্য জুড়ে চলছে তীব্র দাবদাহ, তারমধ্যে কম্বল বিতরণ করছেন তৃণমূল বিধায়ক।

0
282

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- সারা রাজ্য জুড়ে চলছে তীব্র দাবদাহ, তারমধ্যে কম্বল বিতরণ করছেন তৃণমূল বিধায়ক। ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যদিও ঈদ উপলক্ষে দাবি বিধায়কের। নদীয়ার করিমপুরের তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায়। আজ সকালে করিমপুর এলাকায় ঈদ উপলক্ষে একটি কর্মসূচিতে গিয়ে তিনি বস্ত্র বিতরণ করেন। যেখানে দেখা যায় অন্যান্য বস্ত্রের সঙ্গে কম্বল বিতরণ করছেন। এর পরেই শুরু হয় রাজনৈতিক তরজা। গোটা রাজ্যজুড়ে চলছে তীব্র দাবদাহ। যেখানে সব মাত্রা ছাড়িয়ে প্রায় নদীয়াতেও ৪৩ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা ঘোরাফেরা করছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে তৃণমূল বিধায়ক এই পরিস্থিতিতে কম্বল বিতরণ করতে পারে। ইতিমধ্যেই কম্বল বিতরণের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। যদিও এ বিষয়ে করিমপুরের তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায় কে প্রশ্ন করা হলে তিনি বলেন, প্রতি বছরই করিমপুরে তিনি ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ করে থাকেন। জামা কাপড় সহ বিভিন্ন বস্ত্র দান করেন তিনি। এবছর করিমপুর এলাকার প্রায় ১৪ টি পরিবার আগুন লাগার ঘটনায় নিঃস্ব হয়ে পড়ে। মূলত তাদের জন্যই অল্টারনেটিক হিসাবে কম্বলের ব্যবস্থা করেছিলেন তিনি। তিনি বলেন এই কম্বল নেওয়া কারো জন্য বাধ্যতামূলক ছিলনা। যে যে কম্বল চেয়েছেন তাকেই তাকে কম্বল দেওয়া হয়েছে। এটা নিয়ে হয়তো রাজনৈতিক বিতর্ক করা হচ্ছে। এ বিষয়ে রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী বলেন, তৃণমূলের হাত-পা আগেই খারাপ হয়ে গেছিল। এবারে আমরা বুঝতে পারছি মাথাটাও নষ্ট হয়ে গেছে। তীব্র দাবদাহ এর মধ্যে কিভাবে একজন বিধায়ক কম্বল বিতরণ করতে পারেন সেটা সারা পশ্চিমবাংলার মানুষ দেখুক। পাশাপাশি তিনি বলেন আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে গোটা রাজ্যজুড়ে উৎখাত করবে সাধারণ মানুষ।