বাঁকুড়া, আবদুল হাই:- গ্রামের মধ্যে আচমকাই অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের মাছবাঁন্দা গ্রামে। আজ দুপুরে হঠাৎ করে গ্রাম লাগোয়া একটি জঙ্গলে আগুন দেখতে পান গ্রামের মানুষজন। তাঁরা আগুন নেভানোর চেষ্টা করলে মুহূর্তের মধ্যে আগুন ঝরে যায় বিস্তীর্ণ এলাকায়। খড়ের পালুই, গাছপালায় এ আগুন লেগে পড়লে আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। স্থানীয়রা আগুন নেভানোর কাজে সকলে লেগে পড়েন। বিষয়টি বেগতিক বুঝে তারা দমকল বিভাগে খবর দেন, তড়িঘড়ি মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি দমকল ইঞ্জিন আসে , পরে বড়জোড়া ফায়ার স্টেশন থেকে একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে চারিদিক শুষ্ক হয়ে রয়েছে, এই সময় আগুন লেগে যাওয়া ঘটনার জেরে রীতিমতো আতঙ্কিত গ্রামের মানুষজন।
Home রাজ্য দক্ষিণ বাংলা গ্রীষ্মের ভর দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মাছবাঁন্দা গ্রামে।