জলপাইগুড়়ি, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণবঙ্গের যে সকল জেলায় তীব্র তাপপ্রবাহ চলছে, তা কাল পর্যন্ত চলবে। দক্ষিনের বাকি জেলাগুলিতে সাধারণ তাপ প্রবাহ বা অনুরূপ পরিস্থিতি। মালদা ও দুই দিনাজপুর জেলায় সাধারণ তাপপ্রবাহ কাল পর্যন্ত। 21 তারিখ পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনায় হালকা বৃষ্টি। 23, 24 দক্ষিনের প্রায় সব জেলায় হালকা বৃষ্টি। 22 তারিখ বেলা তিনটে পর্যন্ত পশ্চিম বর্ধমান, বাঁকুড়া সহ একাধিক জেলায় সাধারণ তাপপ্রবাহ। আজ কলকাতায় বেলা আড়াইটা পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা 40 দশমিক 4। দমদম ও সল্টলেক 41 দশমিক 2। 22 থেকেই তাপপ্রবাহ থেকে রাজ্যের সাময়িক রিলিফ। 23 ও 24 হালকা বৃষ্টি পেতে চলেছে কলকাতা। সার্বিক কলকাতা না। বৃষ্টি বিক্ষিপ্তভাবে। অর্থাৎ গোটা কলকাতা একইসঙ্গে একই সময়ে বৃষ্টি পাবে না। উত্তরের পাঁচ জেলায় আপাতত রোজ বৃষ্টি। 22, 23, 24 বৃষ্টি তুলনামূলক ভাবে বেশি বৃষ্টি উত্তরের একাধিক জেলায়।
সঞ্জীব ব্যানার্জি, অধিকর্তা, আলিপুর আবহাওয়া দফতর