পায়ে হেঁটে কেদারনাথ যাত্রা শুরু করলেন ভগবতীপুরের বাসিন্দা প্রভাস বর।

0
836

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া:- পায়ে হেঁটে কেদারনাথ যাত্রা শুরু করলেন ভগবতীপুরের বাসিন্দা প্রভাস বর। প্রভাস বর ভগবতীপুর কান্দুয়া পঞ্চায়েতের বাসিন্দা। ৩২ বছরের যুবক সাঁকরাইল থানার ঘাট সংলগ্ন নদী ঘাটে স্নান করে গঙ্গা দূষণ রোধ করা এবং সাধারণ মানুষের জনকল্যাণার্থে কেদারনাথ যাত্রা শুরু করলেন পদব্রজে। পায়ে হেঁটে দীর্ঘ দুই হাজার কিলোমিটার পথ অতিক্রান্ত করবেন এই যুবক এমনই সংকল্প নিয়ে যাত্রা শুরু করলেন। পঞ্চায়েত বিডিও এবং ডিএম অফিসারের
সংশয় পত্র নিয়েই এই যাত্রা জানালেন তিনি। বাড়ির বড় ছেলে আগা গোড়াই ঠাকুর দেবতার প্রতি ভক্তি খুব বিশেষ করে শিবের, তাই কেদারনাথ যাবার কথা শোনার পরেও তারা তাকে আটকায়নি শিব তাকে রক্ষা করবে এমনই জানালেন তার মা। বেশ কিছুদিন আগেই সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু পয়সা অভাব এবং করোনা চলাকালীন যাত্রা শুরু করতে পারেনি। এই জন্য দেরি হয়ে যায় এমনই জানান প্রভাস। এখন দেখার পায়ে হেঁটে কেদারনাথ যাত্রা যেন সফলভাবে পৌঁছাতে পারে সেদিকে তাকিয়ে আছে এলাকার বাসিন্দারা। ক্যারাটে ব্ল্যাক বেল্ট প্রাপ্ত প্রভাস বাঙালি বাড়ি কাজ করেন। খেলাধুলার সৌজন্যে তার দূরবর্তী স্থানে পদ ব্রজে যাত্রার উৎসাহ এমনই তিনি জানান। মা বন্ধু-বান্ধব এবং কিছু উৎসাহী যুবক তাকে শুভযাত্রার শুভ কামনা জানাতে সাঁকরাইল থানার ধার সংলগ্ন ঘাটে এসে জড়োহন।