পুকুর দেখাশোনার প্রহরীদারের ঘরে ভয়াবহ আগুন, পুড়ে ছারখার গোটা ঘর, চক্রান্ত করে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ মাছ চাষীর।

0
198

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- এক মাছ চাষীর প্রহরীদারের ঘরে হঠাতই ভয়াবহ আগুন, আগুনে পুড়ে ছারখার গোটা ঘর। এছাড়াও অন্যান্য আসবাবপত্র পুড়ে ছারখার হয়ে যায়। আগুন লাগানোর পেছনে চক্রান্ত আছে বলে দাবি মাছ চাষীর। ঘটনাটি নদীয়ার শান্তিপুরের কন্দ খোলা এলাকায়। মাছ চাষী লিটন ভট্টাচার্যের দাবি, তিনি শান্তিপুর ফুলিয়ার বাসিন্দা হলেও তার একটি পুকুর রয়েছে শান্তিপুর কন্দ খোলা এলাকায়, যেখানে মাছ চাষ করেন তিনি। পুকুরটি দেখাশোনা করার জন্য পুকুরের পাশেই তৈরি করেছিলেন প্রহরীদারের ঘর। আজ সকালে হঠাৎই তার কাছে ফোন আসে ওই ঘরে ভয়াবহ আগুন লেগে যায়, যদিও ওই প্রহরীদার তখন ছিলেন না। তিনি গিয়ে দেখেন সমস্ত কিছু আগুনে পুড়ে ছারখার হয়ে যায়, এছাড়াও পুড়ে ছারখার হয়ে যায় মাছের বস্তা বস্তা খাবার, সব মিলিয়ে ক্ষয়ক্ষতির আশঙ্কা বেশ কয়েক হাজার টাকা। তবে তিনি আশঙ্কা করছেন এই আগুন এমনি এমনি লাগতে পারে না, কেউ চক্রান্ত করে আগুন লাগিয়ে দিয়েছে। তবে এই ঘটনায় আজ শান্তিপুর থানার দ্বারস্থ হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন মাছ চাষী লিটন ভট্টাচার্য। যদিও অভিযোগের ভিত্তিতে তদন্তে শান্তিপুর থানার পুলিশ।