দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ভিন রাজ্যে কাজে গিয়ে নিখোঁজ স্বামী । লেবার এজেন্টের কাছে সাহায্য চাইতে গিয়ে নিচু জাত, ছোটজাত বলে অপমান করার অভিযোগ লেবার এজেন্ট বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের জামালপুর গ্রাম পঞ্চায়েতের চকমানিকো গ্রামে । অভিযুক্ত লেবার এজেন্টের নাম রাখাল সরকার ,বাড়ি জামালপুর গ্রাম পঞ্চায়েতের মানিকো গ্রামে।
উল্লেখ্য গত 5ই এপ্রিল 2023 বাড়ি থেকে কাজের জন্য নিয়ে যায় অভিযুক্ত
লেবার এজেন্ট তামিলনাড়ুর চেন্নাইয়ে । নিখোঁজ হওয়া ব্যক্তির নাম উপেন সরেন। তার সাথে আরও কাজ করতে যায় একাধিক পরিযায়ী শ্রমিক । কিন্তু ৭ তারিখ রাত্রি 11 টার পর থেকেই স্বামীর খোঁজ পাচ্ছিলেননা স্ত্রী কনিকা হেমরম। অত:পরে তিনি সেই অভিযুক্ত লেবারে এজেন্টের কাছে খবর জানতে চাইলে, তিনি কোনো রকম সহযোগিতা করেননি । বরং নিচু জাত, ছোট জাত বলে তিরস্কার করেন এবং এখনো পর্যন্ত কোনো রকম যোগাযোগ বা সহযোগিতা করছেন না বলে অভিযোগ।
এছাড়া অভিযোগকারিনী জানান গত ১২ এপ্রিল ২০২৩ হিলি থানায় FIR করতে গেলে তা গ্রহণ করা হয়নি । তাই আজ স্থানীয় ১০০ জন বাসিন্দাদের নিয়ে থানায় এসে FIR করলেন।
এছাড়া তার স্বামীকে যাতে খুঁজে এনে দেন এবং দুই সন্তান নিয়ে বাকি জীবন কাটাতে পারেন এ বিষয়ে অভিযোগকারীনি কণিকা হেমরম পুলিশ প্রশাসনকে অনুরোধ করেন।