বাঁকুড়া, আবদুল হাই:- সারাদেশ জুড়ে চলেছে ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের পুণ্য পবিত্র রমজান মাস। রমজানের মাসের শেষে আসে খুশির ঈদ। সকলে নতুন পোশাকে সজ্জিত হয়ে ঈদের প্রার্থনায় সামিল হয়। কিন্তু যাদের নুন আনতে পান্তা ফুরায়, সেই পরিবারগুলির শিশুরা কোথায় পাবে নতুন পোশাক? মা বোনেরা কোথায় পাবে জামা কাপড় ? এইসব পরিবারের কথা আমাদের সাংবাদিক আবদুল হাই বাঁকুড়ার হিতৈষী সংস্থার সদস্যদের জানান। আমাদের সাংবাদিক আবদুল হাই এর মানবিক আবেদনে সাড়া দিয়ে এই হতদরিদ্র পরিবারগুলির পাশে
গরীবের রবিনহুডের মত দাঁড়িয়েছে বাঁকুড়ার স্বেচ্ছাসেবী সংস্থা হিতৈষী। ঈদের একদিন আগেই বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের বেলবান্দি গ্রামের ৫০ জন দুঃস্থ, অসহায় কচি কাঁচা দের হাতে তুলে দিল নতুন বস্ত্র। তার পাশাপাশি বয়স্ক পুরুষ, মহিলাদেরও বস্ত্র উপহার তুলে দিল এই মানবিক সংস্থাটি। ঈদের আগে নতুন পোশাক পেয়ে সকলে মহাখুশি। ঈদ উৎসবকে ঘিরে ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটা আনন্দ, আবেগ কাজ করে। হিতৈষী এর দানে সে আনন্দ, আবেগ বহুগুণ বৃদ্ধি পেল। সাংবাদিক আব্দুল হাইয়ের মানবিক আবেদনে সাড়া দিয়ে হিতৈষী স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন। বর্তমান স্বার্থ মগ্নযুগে অধিকাংশই অপরের দুর্দশার কথা ভাবতে চায় না। তবুও হিতৈষী সংস্থার সদস্যদের মত কিছু মানুষ আছেন বলেই পৃথিবীটা আজও সুন্দর। বাড়িয়ে দাও তোমার হাত, সর্বদা থেকো মানুষের সাথ। মানুষ বড় একলা, তুমি তার পাশে এসে দাঁড়াও। করুনাময় ঈশ্বরের কাছে প্রার্থনা রইলো হিতৈষীর সকলে যেন আগামীদিনে সুস্থ থাকেন, স্বাভাবিক থাকেন এবং মানুষের জন্য কাজ করে যেতে পারেন।
Home রাজ্য দক্ষিণ বাংলা সাংবাদিক এর মানবিক আবেদনে সাড়া দিয়ে খুশির ঈদে আগেই কচিকাঁচাদের মুখে হাসি...