এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ৫৫ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে, অভিযোগ তুলে নিতে নির্যাতিতার পরিবারকে দশ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি অভিযুক্তের পরিবারের।

0
172

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  এক কিশোরীকে ধর্ষণ অভিযোগে চাঞ্চল্য। নির্যাতিতার পরিবারকে অভিযোগ তুলে নিতে ১০ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি। ঘটনার পর অভিযুক্ত পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।
কৃষ্ণগঞ্জ থানার সীমান্তবর্তী এলাকায় এক ১৪ বছর বয়সী ষষ্ঠ শ্রেণীর ওই পড়ুয়া নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ প্রতিবেশী ৫৫ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনাটি নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জের আদিত্যপুর এলাকায়। নাবালিকা ছাত্রীটির পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত প্রতিবেশীর খোঁজে তল্লাশি শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। ঘটনায় অভিযুক্ত ওই প্রতিবেশী ও তাঁর এক আত্মীয় এলাকায় শাসকদলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বলে জানা গিয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিবেশী হওয়ার সুবাদে নির্যাতিতা ছাত্রীটির বাড়িতে দীর্ঘদিন ধরে যাতায়াত ছিল অভিযুক্ত ব্যক্তির। অভিযোগ, নির্যাতিতার বাবা পেশায় একজন দিনমজুর। পরিবারের দারিদ্রতার সুযোগ নিয়ে অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন অছিলায় তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। ওই এলাকায় একটি বাগানে নিয়ে গিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে বলে নির্যাতিতার পরিবারের দাবী। এরপর ঘটনা সম্পর্কে কাউকে কিছু জানালে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। বিষয়টি জানাজানি হতেই তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকা জুড়ে। এলাকায় শাসক ঘনিষ্ঠ দাপুটে ওই ব্যক্তি বিরুদ্ধে মুখ খুলতে এলাকার মানুষ ভয় পান।এরপরই সমস্ত ঘটনা জানিয়ে কৃষ্ণগঞ্জ থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা পরিবার। যদিও এই ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে চম্পট দেয় অভিযুক্ত ওই ব্যক্তি। পাশাপাশি মোটা অংকের (১০) লক্ষ বিনিময়ে কেস তুলে নেওয়ার জন্য নির্যাতিতার বাড়িতে গিয়ে তাঁর পরিবারের কাছে দাবী জানায় অভিযুক্তের স্ত্রী।
কিন্তু নিজেদের সিদ্ধান্তে অনড় থেকে অভিযুক্ত প্রতিবেশীর শাস্তির দাবি জানিয়ে পুলিশ প্রশাসন ও আইনের উপর ভরসা রাখেন নির্যাতিতা পরিবার ও এলাকাবাসী। অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে তাঁর খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে বলে জানান কৃষ্ণগঞ্জ থানার আই সি । পাশাপাশি কৃষ্ণনগর জেলা পুলিশের পক্ষ থেকে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলেও নির্যাতিতা নাবালিকা ছাত্রীটির পরিবারকে আশ্বাস করেন পুলিশ। পাশাপাশি ওই ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।