নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নিয়োগ দুর্নীতির তদন্তে তৃণমূল বিধায়ক তাপস সাহার বাড়িতে হানা দিল সিবিআই। শুক্রবার বিকেলে নদিয়ার তেহট্টে তাপসের বাড়িতে পৌঁছন সিবিআই আধিকারিকরা। শুরু হয়েছে তাপসকে জিজ্ঞাসাবাদ। নিয়োগ দুর্নীতি মামলায় গত ১৮ এপ্রিল তাপসের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। সেই নির্দেশের ৩ দিনের মধ্যেই তাঁর বাড়িতে হানা দিল সিবিআই।
শুক্রবার বিকেল সাড়ে ৩টে নাগাদ তাপসের বাড়িতে যায় সিবিআইয়ের দল। মোট ৫টি গাড়িতে করে আসেন তদন্তকারীরা। সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তদন্তকারীদের হাতে বেশ কিছু নথি রয়েছে। সিবিআইয়ের অভিযানের সময় বাড়ি লাগোয়া কার্যালয়ে ছিলেন তাপস। তৃণমূল বিধায়কের বাড়িতে ঢুকেই সদর দরজা তালাবন্ধ করে দেন তদন্তকারীরা। তালাবন্ধ করে দেওয়া হয় বিধায়কের কার্যালয়ও।
কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে তাপসের বাড়িতে গিয়েছেন ১২ জন তদন্তকারী। তাপসের বাড়ির সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। বাড়ি লাগোয়া কার্যালয়েও গিয়েছে সিবিআই দল। তল্লাশিতে রয়েছেন ডিএসপি পদমর্যাদার একআধিকারিক। তাপসের বাড়ির সামনে ভিড় জমিয়েছেন কর্মী সমর্থক এবং স্থানীয় বাসিন্দারা।