নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—-গ্রাম পঞ্চায়েত ভোট দোড়গোড়ায়।তার আগে নিজেদের সংগঠন মজবুত করতে লেগে ভিড়ে পরেছে বৈষ্ণবনগর বিধানসভার জেডপি ৪১ মন্ডল বিজেপি নেতৃত্ব। বৃহস্পতিবার, রাতে বৈষ্ণবনগর বিধানসভার বেদরাবাদ অঞ্চলের দুইটি বুথে বিজেপির কর্মীসভা হয়।এদিনের কর্মীসভায় উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক স্বাধীন কুমার সরকার,বিজেপি কিষান মোর্চার সভাপতি গোবিন্দ মন্ডল,যুব মোর্চা সভাপতি প্রসেনজিৎ চৌধুরী,অখিল ঘোষ,প্রদীপ সাহা,নির্ভয় মন্ডল সহ বিজেপি নেতৃত্ব।
এদিনের কর্মীসভা থেকে কিষান জাতির গ্রাম পঞ্চায়েত সদস্য সম্ভ মন্ডল বিজেপিতে যোগদান করেন বলে দাবি বিজেপি নেতৃত্বের।জানা গেছে,বিগত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে কিষান জাতির হয়ে ভোটে জিতেন সম্ভ মন্ডল।বেদরাবাদ গ্রাম পঞ্চায়েত গঠনের সময় তিনি বিজেপিকে সমর্থন করেন।কিন্তু কোন কারণে গ্রাম পঞ্চায়েত হাত ছাড়া হয় বিজেপির।তবে এবারে আর কিষান জাতি হয়ে নয় বিজেপির হয়ে ভোটে প্রতিদ্বন্দ্বী করবেন সাম্ভ মন্ডল বলে জানা গেছে বিজেপি সূএে।
বেদরাবাদ অঞ্চলের ৯৮ নং বুথ কর্মীসভার মাধ্যমে সোমা লালা এবং নিমাই সাহার নাম আগামী পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান বিজেপি নেতৃত্ব।