হাওড়া ডিভিশনের ব্যান্ডেল কাটোয়া শখায় ট্রাফিক ব্লকের জন্য বাতিল বেশ কিছু ট্রেন, ট্রেন চলছে নবদ্বীপ ধাম স্টেশন পর্যন্ত, সমস্যায় নিত্য যাত্রী থেকে সাধারণ মানুষ।

0
251

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রেল সুত্রে জানা যায় – হাওড়া ডিভিশনের ব্যান্ডেল কাটোয়া রেল শাখায় বাতিল একাধিক ট্রেন। এমনটাই খবর রেল সূত্রের। গত শনিবার থেকে রেলের পক্ষ থেকে ২৭ দিনের জন্য চার ঘন্টা করে দিনের বেলায় ট্র্যাকের রক্ষণাবেক্ষণের কাজের জন্য পূর্বস্থলী ও কাটোয়া স্টেশনের মধ্যে মেন লাইনে সকাল ১১:৪৫ মিনিট থেকে দুপুর ৩:৪৫ মিনিট পর্যন্ত ট্রাফিক ব্লক থাকার কারণে বাতিল রয়েছে আপ এবং ডাউন ট্রেন। এই ট্রেন বাতিল থাকার কারণে সমস্যার সম্মুখীন হবেন বহু যাত্রীরা। তবে রেলের পক্ষ থেকে এই অসুবিধার জন্য ক্ষমাপ্রার্থী।

রাত পোহালেই ঈদ, বহু মানুষ যারা কর্মসুত্রে দেশের বিভিন্ন প্রান্তে থাকে কিন্তু ঈদের সময় পারিবারে কাছে ছুটে আসে।
কিন্তু এদিন নবদ্বীপ ধাম স্টেশনে দেখা গেল বহু সাধারণ মানুষ রেলের এই ট্রাফিক ব্লকের কারনে সমস্যায় পরতে।

কেউ কেউ আবার এই তীব্র দাবদাহ উপেক্ষা করেই জায়গা না থাকলেও বাসে করে যাচ্ছে আবার কেউ কেউ পরবর্তী ট্রেনের অপেক্ষায় স্টেশনেই থাকছে।