দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে ও পালিত হচ্ছে মুসলমান ধর্মাবলম্বী মানুষদের পবিত্র ঈদ-উল-ফিতর অনুষ্ঠান। এক মাসের রোজা পালনের পর মুসলিম ধর্মাবলম্বী মানুষজন মেতে উঠেছেন খুশির ঈদে। দক্ষিণ দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হিলি ব্লকের বিভিন্ন ঈদগাহ গুলিতে মুসলিম ধর্মপ্রাণ মানুষদের নামাজ আদায় করতে দেখা যায়। এদিনের অনুষ্ঠান ঘিরে সকলের উৎসাহ এবং উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। হিলি থানার পক্ষ থেকে ঈদ্গাহ গুলিতে গিয়ে হিলি থানার আইসি মুসলিম ধর্মপ্রাণ মানুষদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
Home রাজ্য উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে ও পালিত হচ্ছে মুসলমান ধর্মাবলম্বী মানুষদের পবিত্র ঈদ-উল-ফিতর...