নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বৃষ্টির,বরুণ দেবতার আশীর্বাদ পেতে, ব্যাঙের বিবাহ দিয়ে, কালী মন্দিরে পুজো এলাকাবাসীর।গরমের রোষানল থেকে বাঁচতে বৃষ্টির আশায় টোপর মাথায় দিয়ে বিয়ের আসরে বসল ব্যাঙ-ব্যাঙ্গমি। গ্রীষ্মের মধ্যে দাবদাহ চলবে এটাই স্বাভাবিক তবে কালবৈশাখী এলেই হবে বৃষ্টি। সমগ্র বৈশাখ মাসেও যখন বৃষ্টির দেখা মেলে না তখনই মাথায় হাত পড়ে কৃষকদের।
নদীয়ার শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের সরদার পাড়া এলাকায় , আজ এই রকমই প্রাচীন এক রীতির দেখা মিললো। আদিবাসী অধ্যুষিত ওই এলাকার কমল ফকির জানান, বহু পূর্বে গ্রামে এ ধরনের একটি আয়োজন হয়েছিলো হিন্দু আচার মেনে মন্ত্র পাঠের মাধ্যমে ধুমধাম করে বিয়ে অনুষ্ঠিত হয় আজ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে অবশ্যই বৃষ্টিপাত হবে।
উদ্যোক্তারা জানান, বৃষ্টির দেবতা বরুণদেবকে তুষ্ট করে বৃষ্টি নামাতেই এই উদ্যোগ। বিয়ের অনুষ্ঠানে উপলক্ষে বরপক্ষ এবং কনেপক্ষ উভয়েই উপস্থিত ছিলেন স্থানীয় কালী মন্দিরে। শোভাযাত্রা সহ উপস্থিত হয়ে সেখানে মায়ের কাছে প্রার্থনা করা হয়।
স্থানীয় মেম্বার, তাপস বিশ্বাস উপস্থিত ছিলেন এলাকাবাসীর সাথে। কুসংস্কার কি না সে বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, জনপ্রতিনিধি হিসেবে সাধারণ মানুষের সুখে-দুখে থাকতে হয়, বিশ্বাস তাদের কাছে তবে তাদের বিশ্বাসের মর্যাদা দিতে পৌঁছেছিলাম সেখানে। তবে ব্যাংক দুটোকে তার নিজস্ব জলাশয় ছেড়ে দেওয়া হয়।
Home রাজ্য দক্ষিণ বাংলা বৃষ্টির,বরুণ দেবতার আশীর্বাদ পেতে, ব্যাঙের বিবাহ দিয়ে, কালী মন্দিরে পুজো এলাকাবাসীর।