উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলা মিলে পরপর পাঁচটি আদিবাসী মহিলাদের সঙ্গে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে সম্প্রতি কিন্তু সেই হত্যাকাণ্ড গুলোর আজও সঠিক বিচার পেল না সে সমস্ত পরিবার। সেই রকম ভাবে গতকাল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের পালই বাড়ি এলাকায় এক কিশোরীকে গণধর্ষণের পর খুনের অভিযোগ উঠলেও পুলিশ এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত না করে প্রমাণ লোপাটের চেষ্টা করছে। যার জন্য আগামী দিনে এই মৃত কিশোরীর পরিবারের সাথে থেকে তাদের সুবিচারের জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়ে সিবিআই তদন্তের আর্জি জানাবেন বলে আজ ঘটনাস্থলে এসে এই কথা জানান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি পুলিশের দিকে আঙুল তুলে বলেন এই ধরনের ঘটনা যতবার হয়েছে ততবারই পুলিশ সেই ঘটনার তদন্ত ঠিকঠাক না করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।। এই ঘটনাও তার ব্যতিক্রম নয়। তিনি জেলা পুলিশ সুপারের উদ্দেশ্যে বলেন ময়না তদন্ত হওয়ার আগে কিভাবে একজন পুলিশ সুপার বলে দিতে পারেন এই কিশোরী বিষ খেয়ে আত্মহত্যা করেছে। ময়না তদন্ত হওয়ার আগে পুলিশের এসপি কিভাবে এ কথা বলেন তার কি এটা বলার কোন এখতিয়ার রয়েছে। উল্টে যারা বিচার চেয়েছে গতকালকে তাদের উপর লাঠিচার্জ হয়েছে দুজনের মাথা ফেটেছে এবং টিয়ার গ্যাস চালানো হয়েছে। যে পুলিশ অপরাধীকে ধরতে পারে না অথচ যারা ভিকটিম সেই পরিবারের উপর হামলা করে। সুকান্ত মজুমদার বলেন গতকাল যেভাবে মৃত কিশোরীর দেহ পুলিশ অসম্মানজনকভাবে নিয়ে যাচ্ছিল এটা ভারতবর্ষের ইতিহাসে পাওয়া যাবে না। জঙ্গিদের মৃতদেহ এইভাবে অসম্মান করা হয় না। যেভাবে গতকাল কিশোরীর মৃতদেহ অসম্মান করেছে পুলিশ। তিনি বলেন মৃত কিশোরীর পরিবার সুবিচারের দাবিতে যে দাবি করবেন ভারতীয় জনতা পার্টি সেই দাবীকে সমর্থন করে তাদের পাশে থাকবে।। আগামী দিনে যদি এই পরিবার চায় সিবিআই তদন্তের তাহলে তারা সব রকম ভাবে তাদের আইনি সাহায্য করবে।
অন্যদিকে একই রকম ভাবে মৃত কিশোরীর পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের সমবেদনা জানিয়ে বলেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী যে যেভাবে রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে তাতে এক মুহূর্তের জন্যও এ রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ারে থাকা উচিত নয়। যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা সেই রাজ্যেই মহিলারা নিরাপদ নয়। এর চেয়ে দুঃখজনক ঘটনা আর কিছু হতে পারে না। তিনি বলেন পুলিশ এই ঘটনার প্রকৃত তদন্ত না করে উল্টে গ্রামবাসীদের ভয় দেখাচ্ছে এবং এই ঘটনার প্রমাণ লোপাটের জন্য তারা চেষ্টা করছে সবকিছু। দেবশ্রী যদি বলেন এটা তারা হতে দিবেন না। তারা যেভাবে মৃত এই কিশোরীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন আগামী দিনে একই রকম ভাবে পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করা হবে যাতে সিবিআই তদন্ত হয় সেজন্য তারা হাইকোর্টেও দারস্ত হবেন।।
উল্লেখ্য আজ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও দেবশ্রী চৌধুরী যখন এই গ্রামে আসেন তখন প্রচুর মানুষ তাদের সামনে তাদের অভিযোগের কথা গুলো বলেন। গ্রামবাসীরা দাবি করেন এই ঘটনার সাথে যারা জড়িত তাদের ফাঁসি যাতে হয়। এদিকে গতকালের পর আজও এই গ্রামের পরিস্থিতি থমথমে। প্রচুর পুলিশ মোতায়ন করা হয়েছে গ্রামে আর যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে।
Home রাজ্য উত্তর বাংলা মৃত কিশোরীর পরিবারের সাথে থেকে তাদের সুবিচারের জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়ে সিবিআই...