নদিয়া, নিজস্ব সংবাদদাতা: – ভোর পাঁচটা নাগাদ তাপস সাহাকে ডেকে শুরু হয় জিজ্ঞাসাবাদ। বিধানসভা এলাকার তপস সাহার দুই ঘনিষ্ঠ মিঠু শাহ ও মলয় বিশ্বাসের ব্যাপারে তাপস সাহাকে একাধিক প্রশ্ন করা হয় বলে সিবিআই সূত্রে জানা গেছে। ভোর পাঁচটা নাগাদ তাপস সাহার পুকুর পাড়ে তল্লাশি শুরু করে সিবিআই। গতকাল যেখানে কিছু নথি পোড়ানোর অভিযোগ হয়েছিল সেই ঘটনাস্থল খতিয়ে দেখে সিবিআই। পোড়া নথির বেশ কিছু নমুনা সংগ্রহ করে সিবিআই। সকাল ৬:১০ নাগাদ সিবিআইয়ের সদস্যের প্রতিনিধি দল তাপস সাহার বাড়ি থেকে বেরিয়ে যায়।
কেন্দ্রীয় সংস্থার প্রতিনিধিরা বেরিয়ে যেতেই দলের একাংশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তাপস সাহা। তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগের স্বরব হোন তাপস। সাংবাদিকদের সামনে কান্নায় ভেঙে পড়ে তাপস সাহা জানান ” দলের জন্য জীবন উৎসর্গ করেছি আজ এত বড় ষড়যন্ত্রের মধ্যেও দলের কেউ খোঁজ রাখেনি। আমার কাছে মিঠু ও মলয়ের নাম বারবার জানতে চাওয়া হয়েছে। এটা পরিষ্কার যে, দলের স্থানীয় কেউ ছাড়া আমার ওই দুই নেতার দলে ভূমিকা সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ জানার কথা নয়” । আপনার কি অভিমান হয়? দলের প্রতি আক্ষেপ আছে- এই প্রশ্নের উত্তরে তাপস বলেন ” মমতা বন্দ্যোপাধ্যায় কে দল করি, জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত দল ছাড়বো না। রাজনীতিতে এসব হতেই পারে। আমার বিরুদ্ধে দলের যারা চক্রান্ত করল তাদের বিরুদ্ধে রাজনৈতিক মোকাবিলা করব”। সিবিআই আপনাকে কি কিছু জানিয়েছে এই প্রশ্নের উত্তরে তাপস জানায় ” সিবিআই আমায় বলেছে যে, “আপনি রাজনৈতিক ষড়যন্ত্রের শি!”
আমার ব্যাংক লেনদেন সংক্রান্ত বেশকিছু নথি সিবিআই সংগ্রহ করে নিয়ে গেছে। আমার ফোন দুটি বাজেয়াপ্ত করেছে। এর আধিকারিকদের ব্যবহার অত্যন্ত ভালো ছিল , আমিও সহযোগিতা করেছি”।