অভিনব ঘটনা রবিবার অক্ষয়তৃতীয়ার দিন।

0
599

নদীয়া, নিজস্ব সংবাদদাতা : -গৃহবধূ পাপিয়া কর অক্ষয়তৃতীয়ার দিন 40 জন পুরুষ মহিলাকে মানব পুজো করলেন। তিনি ছোট বেলা থেকে দেখে এসছেন দাদু, দিদাদের তারা অক্ষয় তৃতীয়ার দিন নর নারায়ন সেবা করতেন সেই থেকে অনুপ্রাণিত হয়ে স্বামীর সহতায় গরীব মানুষদের ভগবান রূপে নৈবিদ্য সাজিয়ে পা ধুয়ে পুজো করলেন অক্ষয় তৃতীয়ার দিন। মানুষের ওপর কিছু নেই তাই ২৩বছর বিয়ে হয়েছে ২৩বছর ধরে করছি। প্রথমে গোবিন্দ পুজো করে যারা মা, বাবা এসেছেন তাদের কে ঠাকুর কে যেমন পুজো হয় তেমন ভাবে পূজো করেছি ধুপ, ধুনো জ্বালিয়ে, আরতি করে ভূজিপত্র দিয়ে তাদের কে পুজো করি সঙ্গে ছাতা, জুতো গরমে যেন তারা কষ্ট না পান। তাদের পা ধুয়ে দিই কারণ আমরা কাউকে অন্ন দিতে পারিনা অন্ন তারা যে অন্ন নিলেন তাতে আমার সৌভাগ্য আমার যাতে অহংকার না জন্মায় তাই তার জন্য পা ধুয়ে দিই।