বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান।

0
207

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- রবিবার ফালাকাটা ব্লকের ধনিরামপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৩/৮ নম্বর পার্টের বিজেপি থেকে ৮ টি পরিবার তৃণমূলে যোগদান করে বলে খবর। তৃণমূল সুত্রে খবর, সংশ্লিষ্ট এলাকার ৮টি পরিবার বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। এদিন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানানো হয়। এদিন উপস্থিত ছিলেন, ফালাকাটা গ্রামীণ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি জবেদুল আলম ছিলেন ধনীরামপুর এক নম্বর অঞ্চলের যুব সভাপতি নিরবিকল্প রায় সহ অনেকেই।