মেডিকেল থেকে শিশু চুরির ঘটনার কিনারা করলো পুলিশ।

0
329

শিলিগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ– চুরি যাওয়ার ৭২ ঘন্টার মধ্যেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রসূতি বিভাগের সেই সদ্যজাত সহ মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলার চোপড়া থেকে ওই শিশুকে উদ্ধার করার পাশাপাশি ওই মহিলাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতেই শিশু ও অভিযুক্তকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়েছে। অভিযুক্তদের নামে সিতা দাস ,অঞ্জু দাস । এরা দুজনই সম্পর্কে মা ও মেয়ে। রবিবার এই বিষয়ে মাটিগাড়া থানায় সাংবাদিক সম্মেলন করে এ কথা জানায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এডিশনাল ডেপুটি কমিশনার অফ পলিশ সুভেন্দ্র কুমার। অভিযুক্ত দুজনকে রবিবার শিলিগুড়ি মহাকুমা আদালতে পাঠানো হয়।মেডিকেল থেকে শিশু চুরির ঘটনার কিনারা করলো পুলিশ।প্রসঙ্গত, গত বৃহস্পতিবার অর্থাৎ ২০ই এপ্রিল দুপুরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রসূতি বিভাগ থেকে সদ্যোজাত শিশু চুরির ঘটনা ঘটে।ঘটনার পর পরিবারের পক্ষ থেকে মাটিগাড়া থানায় লিখিতভাবে অভিযোগ করা হয়। শিশুটিকে পুনরুদ্ধার করার জন্য SOG,DD,মাটিগাড়া থানা এবং NBMC মিলিতভাবে একটি টিম তৈরি করে। এরপর গতকাল চোপড়ার বলরামপুর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।গ্রেফতার হয় দুই মহিলা,একজনের নাম সীতা দাস(৪৫)এবং অপরজনের নাম অঞ্জু দাস(২৪)। দুজনকেই সাতদিনের পুলিশি রিমান্ডে নেওয়া হয়েছে। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ।