জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- আসানসোলের কুলটির বিজেপি বিধায়কের ছেলে গোরু পাচারে জড়িত, এই অভিযোগের ভাইরাল অডিও পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে সোমবার আসানসোল পুলিশ কমিশনার অফিসে সাক্ষাতে আসেন তৃণমূলের জেলা প্রতিনিধি দল। যেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তী, তৃণমূলের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য ভি শিবদাসন, জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং সহ আরো একজন । এই চারজনের প্রতিনিধি দল আসানসোল পুলিশ কমিশনারের সাথে সাক্ষাত সেরে সংবাদ মাধ্যমকে বলেন, মূলত সৌজন্য সাক্ষাত হলেও গত শনিবার তৃণমূলের জেলা নেতৃত্বের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করা হয়েছিল। যেখানে দলের সিদ্ধান্ত অনুসারে ওই অডিও টেপের সত্যতা যাচাই ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি নিয়ে আসানসোল পুলিশ কমিশনার অফিসে অভিযোগ জানানোর সিদ্ধান্ত হয়। তার ভিত্তিতেই এদিন পুলিশ কমিশনার অফিসে আসা হয়েছে। অডিও টেপে কুলটির বিজেপির বিধায়ক ও তার ছেলের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেছেন তারই দলের মণ্ডল সভাপতি ও মণ্ডলের সম্পাদক। আমরা এমভিআই বা পুলিশ প্রশাসন নই। তাই বিষয়টির পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা যাতে হয়, সেই দিকে লক্ষ্য রেখে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Home রাজ্য উত্তর বাংলা অভিযোগের ভাইরাল অডিও পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে সোমবার আসানসোল পুলিশ কমিশনার অফিসে সাক্ষাতে...