কালিয়াগঞ্জ থানার আইও এবং জেলার পুলিশ সুপার ও জেলাশাসক এখনো পর্যন্ত কেন ঘটনাস্থলে এলেন না তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন অরুণ হালদার।

0
267

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের সাহেব ঘাটার গাংগুয়া এলাকায় যে কিশোরীর মৃত্যু হয়েছে। তার তদন্ত করতে এখনো পর্যন্ত কালিয়াগঞ্জ থানার আইও এবং জেলার পুলিশ সুপার ও জেলাশাসক এখনো পর্যন্ত কেন ঘটনাস্থলে এলেন না তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন অরুণ হালদার ভাইস চেয়ারম্যান ফর ন্যাশনাল সিডিউল কাস্ট কমিশন।।
আজকে তিনি কালিয়াগঞ্জ এর সহেবঘটার গঙ্গোয়াতে এসে নিহত কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করেন এবং যেখানে মৃত কিশোরীর দেহ পাওয়া যায় সেখানে গিয়ে সরজমিনে খতিয়ে দেখেন। এরপর সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন তিনি আশ্চর্য হয়ে যাচ্ছেন। কেন এখনো জেলার পুলিশ সুপার ও জেলাশাসক ঘটনাস্থলে এসে পরিবারের সঙ্গে কথা বলেন নি সে নিয়ে তিনি এ ব্যাপারে দিল্লিতে আগামী তিন দিনের মধ্যে তাদের তলব করবেন। এরপর যদি তারা দিল্লিতে না আসেন তাহলে তারা সমন পাঠিয়ে তাদের গ্রেফতার করবেন। তিনি এই ঘটনা পুরো রিপোর্ট কেন্দ্র সরকারের কাছে পেশ করবেন বলে জানান।