কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- কোচবিহারের দিনহাটা থেকে মঙ্গলবার শুরু হবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নব জোয়ার যাত্রা। সোমবার বিকেলে কলকাতা থেকে কোচবিহার এবিএন শীল কলেজের মাঠে অস্থায়ী হেলিপ্যাডে নামেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি প্রায় তিনশো মিটার পায়ে হেঁটে মদনমোহন মন্দিরে আসেন। সেখানে তিনি প্রথমে মদনমোহন দেবের পুজো দেন। তারপর জয়তারা মায়ের পুজো দেন এবং আনন্দময়ী কালী মায়ের পুজো দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সঙ্গে ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ, মন্ত্রী উদয়ন গুহ, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক, তৃণমূলের চেয়ারম্যান গীরিন্দ্র নাথ বর্মন, অর্ঘ্য রায় প্রধান, পার্থ প্রতীম রায়, পরেশ অধিকারী, জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া,মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুচিস্মিতা দেব শর্মা, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কমলেশ অধিকারী সহ জেলার তৃণমূল নেতারা।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলায় কিছু রাজনৈতিক দল আছে, যাঁরা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে বিভিন্ন জেলা, বিশেষ করে যে শব্দবন্ধ যে ব্যবহার করে উত্তরবঙ্গ। আমি এই শব্দবন্ধটার ঘোর বিরোধী। আমি বলেছি, বাংলায় গৌড়বঙ্গ, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ বলে কিছু নেই। কোচবিহার থেকে কাকদ্বীপ একটাই বঙ্গ, সেটা পশ্চিমবঙ্গ’।