ফালাকাটা ক্যারাটে একাডেমীর উদ্যোগে ফালাকাটা জুনিয়র বেসিক স্কুল ময়দানে অনুষ্ঠিত হলো বেল্টবেল্ট গ্রেডেশন।

0
383

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফালাকাটা ক্যারাটে একাডেমীর উদ্যোগে ফালাকাটা জুনিয়র বেসিক স্কুল ময়দানে অনুষ্ঠিত হলো বেল্টবেল্ট গ্রেডেশন। এখানে ৩০ জন ব্ল্যাকবেল্ট প্রাপ্ত প্রশিক্ষকের তত্ত্বাবধানে ১৫০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। চিফ ইনস্ট্রাক্টর সেনসি দেবাশীষ সিনহা বলেন, আত্মরক্ষা ও শরীরচর্চার জন্য ক্যারাটে প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল ছাত্র ছাত্রীকে ক্যারাটে প্রশিক্ষণ নেওয়া অত্যন্ত জরুরী কারণ এর মধ্য দিয়ে শরীর চর্চা হয় এবং এর ফলে শরীর ও মন দুইয়ের মানসিক বিকাশ ঘটে। এদিনের এই বেল্ট গ্রেডেশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফালাকাটা পুরসভার চেয়ারম্যান প্রদীপ কুমার মুহুরী প্রমুখ।