বাইক পাশ দিতে গিয়ে গর্তের মধ্যে চাকা বসে পাথর বোঝাই ট্রাক উল্টে গিয়ে ঘটলো বিপত্তি।

0
175

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-বাইক পাশ দিতে গিয়ে গর্তের মধ্যে চাকা বসে পাথর বোঝাই ট্রাক উল্টে গিয়ে ঘটলো বিপত্তি।অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন ট্রাক চালক ও খালাসী।ঘটনাটি ঘটেছে সোমবার সকাল নয়টা নাগাদ হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের সাদলিচক গ্রাম পঞ্চায়েতের কুমেদপুর এলাকার হঠাৎ পাড়া গ্রামে।স্থানীয় সূত্রে জানা যায়,পাথর বোঝাই ট্রাকটি হরিশ্চন্দ্রপুর থেকে কুমেদপুর হয়ে বিহারে যাচ্ছিল।কুমেদপুর পেট্রোল পাম্পের নিকটে একটি বাইক কে পাশ দিতে গিয়ে গর্তের মধ্যে চাকা বসে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটেছে।তবে এই দুর্ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও গুরুতরভাবে জখম হয় ট্রাক চালক টুন টুন চৌধুরী।স্থানীয়দের অভিযোগ,বছরখানেক আগে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে রাস্তাটি মেরামত করা হয়েছিল।বছর খানেক কাটতে না কাটতেই রাস্তায় বড় বড় গর্ত সৃষ্টি হয়ে গেছে।এই জন্য নিত্যদিন ছোট বড় দুর্ঘটনা ঘটছে।