নিজস্ব সংবাদদাতা, পাত্রসায়ের : – গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে তাপমাত্রা বেড়ে যখন ৪২• থেকে ৪৫• ছাড়িয়েছে। মানুষ ঘরের বাইরে বের হতে সাহস করছে না। জেলা হাসপাতালের ব্লাড ব্যাংক গুলিতে রক্তের সঙ্কট শুরু হয়েছে । ঠিক সেই মুহূর্তে পাত্রসায়ের ব্লকের মুসড়া নিউ স্বাক্ষরতা ক্লাব একটি রক্তদান শিবিরের আয়োজন করে সাহসীকতার পরিচয় দিল। সোমবার পাত্রসায়ের ব্লকের মুসড়া গ্রামের নিউ স্বাক্ষরতা ক্লাব প্রাঙ্গণে সকাল সাড়ে দশটা থেকে বেলা ১টা পর্যন্ত রক্ত সংগ্রহ করা হয়। এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পাত্রসায়ের ব্লক উন্নয়ন আধিকারিক নিবিড় মন্ডল, ওসি বিদ্যুৎ পাল, বিশিষ্ট সমাজসেবী দিলীপ ব্যানার্জি ও শিক্ষক নবীন সিং। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও ক্লাবের কর্মকর্তারা। বিষ্ণুপুর জেলা হাসপাতাল ব্লাড ব্যাংকের পক্ষ থেকে রক্ত সংগ্রহ করতে আসেন ডা: উৎপল পাণ্ডা, টেকনিশিয়ান পারমিতা যশ ও ব্লাড ব্যাংক কর্মী জয়ন্ত শীল।এদিন নারী ও পুরুষ মিলিয়ে মোট ৪৫ জন রক্তদাতা রক্তদান করেন। সমগ্র রক্তদান শিবির টি পরিচালনা করেন বিশিষ্ট সমাজসেবী ও সাংবাদিক সেখ আজফার হোসেন পান্না।