সামাজিক সংগঠন ও পুলিশের যৌথ উদ্যোগে আয়োজন থ্যালাসেমিয়া নির্ণয় শিবিরের।

0
195

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- এক সামাজিক সংগঠন ও থানার যৌথ উদ্যোগে আয়োজন থ্যালাসেমিয়া নির্ণয় শিবির। আজ নদীয়ার শান্তিপুরের মুসলিম স্কুল মাঠ সংলগ্ন এলাকায় আয়োজন করা হয় এই শিবিরের। উপস্থিত ছিলেন শান্তিপুর থানার বেশ কয়েকজন পুলিশ আধিকারিক। এছাড়াও ছিলেন শান্তিপুরের বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য থেকে শুরু করে বুদ্ধিজীবীরা। যদিও সকাল থেকেই এই শিবিরে থ্যালাসেমিয়া পরীক্ষা করাতে আসে বেশিরভাগ স্কুল পড়ুয়ারা। এছাড়াও পরীক্ষা করায় ৮ থেকে ৮০ অনেকেই। যদিও শান্তিপুরের সামাজিক সংগঠন সংকল্প পরিবারের পক্ষ থেকে জানানো হয় যেভাবে থ্যালাসেমিয়া রোগের আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে করে খুবই উদ্বেগের ব্যাপার। অনেকেই আছে যাদের শরীরে থ্যালাসেমিয়া রোগ বাসা বেধেছে কিন্তু তারা জানতেও পারছেন না, তারা কঠিন রোগে আক্রান্ত। তাই এই শিবিরের মধ্যে দিয়ে অনেকটাই মানুষকে সচেতন করার পাশাপাশি চিকিৎসার ক্ষেত্রে যাতে সুবিধা পাই সেই কারণেই এই শিবিরের আয়োজন। তবে এই শিবিরে শান্তিপুর থানার পক্ষ থেকে লাগানো হয় একটি ব্যানার। যেখানে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়। জানা যায় আগামী দিনে শান্তিপুরের আরও আনাচে-কানাচে এই থ্যালাসিমিয়া শিবের আয়োজন করা হবে আগামী দিনে।