দুঃস্থ রোগীদের বিনে পয়সায় হাসপাতালে পৌঁছে দিচ্ছেন ছাতনার টোটোচালক আলমগীর ভাই।

0
165

বাঁকুড়া, আবদুল হাই:-স্বপ্ন ছিল মানুষের জন্য কিছু করার। বাবাও বলতেন কোনদিন কোন কিছু করলে মানুষের কথা অন্তত ভাবিস। তাই বাবার দেখানো পথেই টোটো কিনে দুস্থ রোগীদের বিনে পয়সায় মাসের পর মাস ধরে হাসপাতালে পৌঁছে দিচ্ছেন ছাতনার টোটো চালক মহ: আলমগীর শেখ। বাঁকুড়া জেলার ছাতনার ১ নং অঞ্চলের কুমারগাড়া এলাকার বাসিন্দা। সকাল হলেই বেরিয়ে পড়েন টোটো নিয়ে দু মুঠো রোজগারের আশায়। সাথে চলে সমাজসেবাও… আলমগীর বাবুর কথায় মানুষ মানুষের সাথে থাকুক এটাই চাই। সকাল থেকে টোটো নিয়ে বেরিয়ে কোনোদিন দুশো কোনদিন ৩০০ কখনো বা ৫০০ টাকা রোজগার হয়। আর কখনো বা দুস্থ রোগীদের হসপিটালে পৌঁছে নিয়ে যেতেই বেলা কাটে। যতদিন শরীরে দম থাকবে এভাবেই মানুষের কাজ করে যাব। বেশিদিন হয়নি আলমগীর বাবুর এই দিনে পয়সার এম্বুলেন্সের পথ চলা মাত্র পাঁচ মাসেই প্রচুর মানুষের নজর কেড়েছেন ছাতনার আলমগীর ভাই। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর স্বামী বিবেকানন্দের এই বাণীই যেন মহ: আলমগীর শেখ এর আদর্শ।