সাত সকালে মিড ডে মিল পরিদর্শনে জয়েন্ট বিডিও।

0
211

সুদীপ সেন, বাঁকুড়া:- ২৪ এপ্রিল থেকে এক সপ্তাহের বিশেষ গরমের ছুটির পরে রাজ্যের সর্বত্র স্কুল ,কলেজ খুলেছে।

এরমধ্যে বিভিন্ন জেলার কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টির ফলে তীব্র দাবদাহ কিছুটা হলেও কমেছে।

বাঁকুড়া জেলার ভিন্ন প্রান্তে বিদ্যালয় গুলি সকালে হচ্ছে।

এরই মধ্যে মঙ্গলবার সাত সকালেই বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকের শালতোড়া গার্লস হাই স্কুলে মিড ডে মিল পরিদর্শনে আসেন শালতোড়া ব্লকের জয়েন্ট বিডিও শ্রীযুক্ত মিলন মালাকার ও পিডিও শ্রীযুক্ত বিথুন সামন্ত।

তাঁরা বিদ্যালয় পরিদর্শনের পাশাপাশি বিদ্যালয়ের মিড ডে মিলের গুণগত মান খতিয়ে দেখেন।