নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- অত্যাবশ্যকীয় জীবন দায়ী ওষুধের মাত্রাহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে মেডিকেল সার্ভিস সেন্টার, গ্রামীণ চিকিৎসক সংগঠন সহ প্রগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ও হাসপাতাল ও জন স্বাস্থ্যরক্ষা সংগঠনের পক্ষ থেকে বুধবার নদীয়ার কৃষ্ণনগরে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সম্মুখে বিক্ষোভে সামিল হলেন সংগঠনের সদস্যরা। তাদের দাবি, পশ্চিমবঙ্গসহ সারা ভারতবর্ষে অত্যাবশ্যকীয় জীবন দায়ী ওষুধের যে হারে মূল্যবৃদ্ধি ঘটেছে তার ফলে সাধারণ খেটে খাওয়া অসুস্থ গরীব মানুষ খোলা বাজার থেকে ওষুধ কিনে চিকিৎসা করতে পারছেন না। যার ফলে কার্যত ওষুধের অভাবে বহু মানুষের প্রাণহানির মতো ঘটনা ঘটছে। পাশাপাশি সরকারি হাসপাতাল আগে থেকে ৩০০ রকম ওষুধ বিনামূল্যে রোগীদের দেওয়া হতো। বর্তমানে সেখান থেকে দৃশ্যটি ওষুধ বাদ দিয়ে দেওয়া হয়েছে। যার ফলে প্রয়োজন মতো হাসপাতাল থেকে বিনামূল্যে ওষুধ না পেয়ে বাধ্য হয়ে গরিব মানুষকে খোলা বাজার থেকে বহু মূল্যের বিনিময়ে ওষুধ কিনতে হচ্ছে। এছাড়াও প্রতিটা সরকারি হাসপাতালে প্রয়োজনের তুলনায় চিকিৎসক নার্স ও চিকিৎসা কর্মী কম থাকায় প্রতিনিয়ত সমস্যা সম্মুখীন হতে হচ্ছে হাসপাতালে চিকিৎসা করতে আস সাধারণ মানুষজনকে। সরকারি হাসপাতালগুলি পরিকাঠামো গত দিক থেকে ভগ্নদশয়ের কারণে ব্যাঙের ছাতার মতো চারদিকে গজিয়ে উঠছে বেসরকারি নার্সিংহোমের মত ব্যবসায়িক প্রতিষ্ঠান। ফলে একপ্রকার বাধ্য হয়ে ই রোগীদের পরিবার-পরিজনকে বেসরকারি নার্সিংহোম গুলোর দ্বারস্থ হতে হচ্ছে। অবিলম্বে জীবন দায়ী ওষুধের মূল্য হ্রাস করার পাশাপাশি সরকারি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসক ও চিকিৎসা কর্মী নিয়োগের দাবিতেই মূলত সারা রাজ্যের পাশাপাশি তাদের এই দিনের খুব কর্মসূচি বলে জানান বিক্ষোভকারীরা। এছাড়াও এই দিন জেলা মুখ্য স্বাস্থ্য অধিকারীদের কাছে লিখিত আকারে ডেপুটেশন দেয়া হয় বিক্ষোভকারীদের পক্ষ থেকে।