কোন নেতার হাতে-পায়ে ধরে টিকিট পাওয়া যাবে না। প্রার্থী ঠিক করবেন সাধারণ মানুষ : অভিষেক।

0
349

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: – ‘তৃণমূলে নব জোয়ার’ কর্মসূচির আজ দ্বিতীয় দিন। সূচী অনুযায়ী আজ কোচবিহার দক্ষিণ বিধানসভার ঘুঘুমারী কদম তলা এলাকায়। এদিন সেখানে দুপুরে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আসেন।

ওই জনসভায় পঞ্চায়েত ভোট নিয়ে কথা বলতে গিয়ে দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী দিনে পঞ্চায়েত স্তরে প্রার্থী তৃণমূল কংগ্রেস কিংবা তৃণমূলের কোনও নেতা করবে না, প্রার্থী আপনারা ঠিক করবেন। সাধারণত দেখবেন, যে দল ক্ষমতায় থাকে, সে দল কোনওদিন রাস্তায় নামে না। যারা জনসংযোগ যাত্রা করে, তারা সাধারণত বিরোধী হয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা তৃতীয়বার মুখ্যমন্ত্রী করেছেন। আমরা পারতাম, জেলাস্তর, ব্লক স্তরে নেতাদের থেকে মতামত নিয়ে বদ্ধ করে বসে প্রার্থী নির্ধারণ করতে। কিন্তু কেন এসেছি? আমি যে জেলাতে গিয়ে মিটিং করেছি সেই জেলায় বরাবরই বলেছি, মানুষ যাঁকে সার্টিফিকেট দেবে, তাঁকেই টিকিট দেব। মানুষ ঠিক করবে প্রার্থী কে হবেন?

এদিন তিনি আরও বলেন, কোন নেতার হাতে-পায়ে ধরে টিকিট পাওয়া যাবে না। প্রার্থী ঠিক করবেন সাধারণ মানুষ। তৃণমূল আপনাদের সুযোগ করে দিয়েছে নিজেদের প্রার্থী ঠিক করার। পঞ্চায়েত স্তরে প্রার্থী ঠিক করবেন জনতাই। এমন উদ্যোগ এর আগে কোনও রাজনৈতিক দল নেয়নি। তৃণমূল কংগ্রেস সর্বশক্তি প্রয়োগ করে আপনাদের প্রার্থীকে জেতাবে।’ পাশাপাশি তিনি এদিন আরও বলেন, ‘আগামী ৫ বছর আপনাদের দুয়ারে পরিষেবা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।গোপন ব্যালটে মতামত জানানোর সুযোগ থাকছে। ব্যালটে মত জানাতে না পারলে ফোনে মতামত জানাতে পারবেন। প্রার্থী সম্পর্কে মতামত সম্পূর্ণ গোপন রাখা হবে। সঠিক প্রার্থী চয়ন করাই দুর্নীতিমুক্ত পঞ্চায়েতের প্রথম ধাপ’