নিজস্ব সংবাদদাতা, মালদা:—-নাবালিকা খুনের ২৪ ঘন্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার সন্ধ্যেয় ঘটনাস্থল থেকে ২ কিমি দূরে রামনগর গ্রাম থেকে অভিযুক্ত বিশ্বজিৎ মন্ডলকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার রাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানান, ওই নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিশ্বজিৎ মন্ডল পুলিশকে জানিয়েছে, প্রায় ১০ দিন আগে ওই নাবালিকা ছাত্রীর সঙ্গে ফোন মারফত যোগাযোগ হয় বিশ্বজিৎ মন্ডলের। এরপর তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে কালিয়াচকের ডেকে নেয় বিশ্বজিৎ। শারীরিক সম্পর্কের পর ওই নাবালিকা বিয়ে করার দাবি জানাতে থাকলে তাকে ওড়না জড়িয়ে শ্বাসরোধ করে খুন করা হয় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। ধৃতকে বুধবার মালদা জেলা আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে মালদা জেলা পুলিশ। পুলিশ সুপার জানান, ছাত্রীর মৃতদেহ উদ্ধারের পরই গাজোল, মালদা, কালিয়াচক ও ইংরেজ বাজার থানার বাছাই করা পুলিশ আধিকারিকদের নিয়ে একটি বিশেষ দল তৈরি করা হয়। সেই দলই অবশেষে অভিযুক্ত বিশ্বজিৎ মন্ডলকে গ্রেফতার করতে সক্ষম হয়।