সাংসদ তহবিলের টাকায় নির্মিত সাবমারসিবল পাম্প, মিনি মাস্ট লাইট ও রাস্তার উদ্বোধন করলেন মেদিনীপুরের সংসদ দিলীপ ঘোষ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- নির্বাচন যত এগিয়ে আসছে তত জনসংযোগ বাড়াতে মরিয়া শাসক বিরোধী দুই পক্ষ। আবারও সাংসদ তহবিলের টাকায় নির্মিত সাবমারসিবল পাম্প, মিনি মাস্ট লাইট ও রাস্তার উদ্বোধন করলেন মেদিনীপুরের সংসদ দিলীপ ঘোষ।
পশ্চিম মেদিনীপুর জেলা সফরে এসে জঙ্গলমহল কেশিয়ারী এলাকায় একাধিক প্রকল্পের উদ্বোধন করেন তিনি।
এদিন তিনি কেশিয়াড়ি ব্লকের লালুয়া গ্রাম পঞ্চায়েত এলাকার কালিয়াপাড়া, বেলার, লকলাড় সহ একাধিক জায়গায় সাংসদ তহবিলে নির্মিত সাবমার্সিবল জলের পাম্প ও লাইটের উদ্বোধন করেন তিনি। অন্যদিকে জনসংযোগ সারেন সাধারণ মানুষের সাথে।
এদিন প্রথমে লালুয়া গ্রাম পঞ্চায়েতের রেশন না এলাকায় প্রায় তিন লক্ষ টাকা ব্যয় তৈরি হওয়ার ধারাই রাস্তার উদ্বোধন করেন দিলীপ ঘোষ। এরপরে কালিয়াপাড়া, পড়ে বেলার এলাকায় প্রায় দু লক্ষ টাকা ব্যয় তৈরি হওয়া লাইট উদ্বোধন করেন তিনি। পরে লকলার এলাকায় সাধারণ মানুষের সাথে জনসংযোগ এর পাশাপাশি সাংসদ তহবিলের নির্মিত সাবমার্সিবল পাম্পের উদ্বোধন করে। বক্তব্য রাখতে গিয়ে এলাকার উন্নয়নের জন্য আগামীতে অর্থ বরাদ্দেরও প্রতিশ্রুতি দেন সাংসদ। সাংসদ দিলীপ ঘোষ বলেন, সাধারণ মানুষের সুবিধার জন্য প্রত্যন্ত গ্রামীণ এলাকায় উন্নয়ন করা হচ্ছে। যেখানে রাস্তা যেখানে লাইট যেখানে সাবমার্সিবল পাম্প এর প্রয়োজন সেই জায়গায় সাংসদ কোটা থেকে তা নির্মিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *