গ্রীস্মের দাবদাহ থেকে স্বস্তি পেতে চন্দন যাত্রা মায়াপুর ইসকনে।

0
651

নদিয়া, নিজস্ব সংবাদদাতা: গ্রীস্মের দাবদাহ থেকে স্বস্তি পেতে মায়াপুর ইসকনে শুরু হল চন্দন যাত্রা উৎসব। বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন থেকে ভগবানের শরীরে চন্দন লেপন করা হয়। তারপর রাধামাধবের বিগ্রহকে বর্ণাঢ্য সংকীর্তন শোভা যাত্রার মাধ্যমে নিয়ে আসা হয় ইসকনের সমাধি মন্দিরের পুষ্করিণীতে। সুসজ্জিত নৌকায় চলে সলিল বিহার চলে প্রদক্ষিণ সাথে আরতী, কীর্তন, ভজন। গোটা সমাধি মন্দির ও পুষ্করিণীর চারপাশে ফুল ও আলোকমালায় সাজানো হয়। প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত এই উৎসব চলে। অক্ষয় তৃতীয় দিন থেকে ২১ দিন ব্যাপী চলবে এই চন্দন যাত্রা উৎসব। চন্দন যাত্রা উপলক্ষে দেশ-বিদেশের অসংখ্য ভক্তের সমাগম ঘটে প্রভুপাদ সমাধি মন্দিরের পুস্কৃরিণীর চারি ধারে।