দিন দুপুরে আবারও ছিনতাই এর ঘটনা ঘটলো বর্ধমান শহরের কার্জন গেট চত্বরে ।

0
303

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- দিন দুপুরে আবারও ছিনতাই এর ঘটনা ঘটলো বর্ধমান শহরের কার্জন গেট চত্বরে ।
ঘটনা সূত্রে জানা যায় বর্ধমান জেলার শক্তিগড় নিবাসী এক ভদ্রমহিলা তার মেয়েকে নিয়ে বিশেষ একটি কাজে আসছিলেন বর্ধমানে সেই সময় কার্জন গেট চত্বরে এক মাজ বয়সী মহিলা ও একটি বাচ্চা মেয়েকে নিয়ে ওই ভদ্রমহিলার কাছ থেকে একটি ব্যাগ ছিনতাই করে পালানোর চেষ্টা করেন কিন্তু তিনি সক্ষম হননি সাথে সাথে বিরহাটা সাব ট্রাফিক গার্ডের কর্মরত সিভিক ভলেন্টিয়ার এবং ট্রাফিক কর্মীরা ধরে ফেলেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে ওই ব্যাগটি উদ্ধার হয় ওই ব্যাগের মধ্যে পলা বাঁধানো এবং শাঁখা বাঁধানো সবমিলিয়ে এক ভরির ওপর বেশি সোনা পাওয়া যায় তারপর বর্ধমান সদর থানার সাথে যোগাযোগ করে বিরহাটা ট্রাফিক গার্ডের ওসি চিন্ময় ব্যানার্জি ঘটনার খবর পেয়ে বর্ধমান সদর থানার পুলিশ এসে ওই অভিযুক্ত মহিলাকে আটক করে নিয়ে যায় । এই নিয়ে কার্জন গেট,বাদামতলা,কালিবাজার পার্কাস রোড তিনকোনিয়া বাস স্ট্যান্ড এবং স্টেশন মোড় এলাকার দায়িত্বে থাকা বিরহাটা ট্রাফিক গার্ডের ওসি চিন্ময় ব্যানার্জির প্রশংসা করেন এলাকার মানুষরা এবং পথ চলতি সাধারণ মানুষরা।