পশ্চিমবঙ্গ নারী এবং বাল্যবিবাহতে এগিয়ে, খড়্গপুরে মন্তব্য দিলীপ ঘোষের।

0
277

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় রাজ্য, এই পরিস্থিতিতে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর এক নম্বর ব্লকের মাঝিপাড়া এলাকা,কমলপুর গ্রামে পথবাতি, খানকোলা গ্রামে সাংসদ তহবিলে সাবমারসিবল পাম্প উদ্বোধন করতে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের আইন-শৃঙ্খলার সম্বন্ধে একাধিকভাবে রাজ্যকে নিশানা করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সংসদ দিলীপ ঘোষ, তিনি বলেন বাল্যবিবাহ এবং নারী পাচারে এগিয়ে বাংলা, পাশাপাশি নাবালিকা ও মহিলাদের উপর অত্যাচারেও এগিয়ে বাংলা, পাশাপাশি পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেন তিনি, অভিযোগ প্রতিবাদ করলে উল্টো কেস খেতে হচ্ছে সাধারণ মানুষকে, অন্যদিকে শান্তনু বন্দোপাধ্যায়ের স্ত্রীকে ED তলব করা নিয়ে দিলীপ ঘোষ বলেন, তদন্তের গতি এগোচ্ছে, এদের কোটি কোটি টাকা হয়েছে কোথা থেকে এলো টাকা তাই নিয়ে প্রশ্ন তুলেন তিনি। তাই সেই বিষয় নিয়ে তদন্ত করা উচিত ও তাদের ডাকা উচিত এমনই মন্তব্য করলেন দিলীপ ঘোষ।