পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনিক ভবনে বৃহস্পতিবার হজযাত্রীদের দেওয়া হলো প্রশিক্ষণ।

0
685

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনিক ভবনে বৃহস্পতিবার হজযাত্রীদের দেওয়া হলো প্রশিক্ষণ। গত কয়েক বছরের মতো এবারও হজ করতে যাওয়ার আগে পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির পক্ষ থেকে জেলায় জেলায় হজযাত্রীদের দেওয়া হচ্ছে প্রশিক্ষণ। মূলত জেলার হজ যাত্রীরা হজে গিয়ে যাতে কোন সমস্যা সম্মুখীন না হয় সেই কারণেই হজ যাত্রীদের আগে থেকেই এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। পূর্ব মেদিনীপুর জেলা থেকে প্রায় 230 জন পুরুষ ও মহিলা এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করে। গত কয়েক বছর করোনা থাকার কারণে ৬০ বছরের ঊর্ধ্বে কেউই হজ করতে যেতে পারতেন না কিন্তু এবছর করোনা বিধি না থাকার কারণে সমস্ত বয়সের মানুষেরা হজ করতে যেতে পারবেন এমনটাই জানলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাপতি তথা পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির সদস্য শেখ সুফিয়ান।