বালুরঘাট পৌরসভায় ১০০ শতাংশ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রক্রিয়া কার্যকর করতে এলাকা পরিদর্শন করলেন জেলা শাসক ।

0
149

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাট পৌরসভায় ১০০ শতাংশ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রক্রিয়া কার্যকর করতে এলাকা পরিদর্শন করলেন জেলা শাসক । এদিন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান সহ সুডা থেকে আগত বেসরকারি সংস্থার ইঞ্জিনিয়াররা লালমাটা এলাকায় ভাগার পরিদর্শন করেন । বালুরঘাটের লালমাটা এলাকায় বালুরঘাট পুরসভার বিশাল বড় ডাম্পিং গ্রাউন্ডে জমা হয় শহরের বর্জ্য । আগে প্লাস্টিক, কাগজ সহ একাধিক বর্জ্য এক জায়গায় ফেলা হত । ফলে স্থান সংকুলানে সমস্যা তৈরি হয়েছিল । ভাগারের আবর্জনা পাশের জমিতে গিয়ে পড়ত । জায়গার সংকীর্ণতা প্রকট আকার ধারণ করছিল । সেই সমস্যা দূর করতে পৃথকীকরণের দুটি মেশিন কাজ করছে । একটি বড় স্থায়ী মেশিন ও একটি পোর্টেবল ছোট মেশিন দিয়ে প্লাস্টিক ও মাটি আলাদা করার কাজ চলছে। ফলে অনেকটা জায়গা আবর্জনা মুক্ত হয়ে গিয়েছে। সুডার অধীনে দিল্লির একটি এজেন্সির মাধ্যমে এই কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র ।
***